বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল জব্দ

Posted on August 22, 2023

কর্পোরেট ডেস্ক : বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ আগস্ট) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যবসায়ী পালিয়ে গেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার দোবাড়ীয়া গ্রামের মো. ফেরদৌস আলম (৩৮) এবং দক্ষিণভাগ গ্রামের মো. মোখলেছার রহমান দিপু (৫৫)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আলম প্রামাণিক। তিনি গাবতলীর রামেশ্বপুর ইউনিয়নের বাসিন্দা।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। খাদ্য অধিদপ্তর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

তিনি আরও বলেন, প্রতি বস্তা ৩০ কেজি ওজন হিসেবে ১৫৫ বস্তায় মোট ৪ হাজার ৬৫০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা সরকারি চাল অবৈধপন্থায় কালোবাজারে কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।