মনোহরদীর ভাঙ্গা ব্রীজ ব্যক্তি উদ্যোগে দুর্ভোগ নিরসন

Posted on August 22, 2023

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি॥ নরসিংদীর মনোহরদীর চালাকচর-উরলিয়া পাকা রাস্তায় বছর খানেক আগে একটি ব্রীজ ভেঙ্গে জনদুর্ভোগ চলছিলো। এ দুর্ভোগে এলাকার চার ব্যাক্তির উদ্দোগে ব্রীজটি সংস্কার করে যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, মনোহরদীর চালাকচর-উরলিয়া পাকা রাস্তার বীরমাইজদীয়া গ্রামে একটি পাকা ব্রীজ বছর খানেক আগে ভেঙ্গে পড়ে। এতে গুরত্বপূর্ণ এ রাস্তাটিতে দৈনন্দিন চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়। পরে রাস্তা সংলগ্ন শিমূলকান্দী গ্রামের তিন পরিবারের চার ব্যক্তির উদ্দোগে এ ব্রীজের উপরে সম্প্রতি একটি কাঠের পাটাতন দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করা হয়।

রোববার সরেজমিনে সেখানে গিয়ে এ পাটাতনের উপর দিয়ে লোকজন ও হালকা যানের সহজ চলাচল দেখা যায়।

পাটাতন নির্মানকারীদের অন্যতম শিমূলকান্দী গ্রামের সুমন মিয়া জানান, তারা সওয়াবের নিয়তে এ কাজটি করেছেন।

এ ব্যাপারে বড়চাপা ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দীন জানান, ব্রীজটি পুনঃ নির্মান কাজ চলাকালে বিকল্প রাস্তাটি চলাচল উপযোগী রাখতেও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম এ বিষয়ে জানান, ব্রীজটি পুনঃ নির্মানে টেন্ডার হয়েছে। সেটি এখনো খোলা হয়নি। ঠিকাদার নিয়োগ হবার পর এর কাজ শুর হবে।