মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র থেকে ফ্লাইঅ্যাশ নিবে ক্রাউন সিমেন্ট

Posted on August 21, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিকাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাইঅ্যাশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রেজুলেশন বাই সার্কুলেশনের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি এ নিয়ে একটি জয়েন্ট ভেনচার কনসোর্টিয়াম চুক্তি সম্পন্ন করেছে ক্রাউন সিমেন্ট পিএলসি।

এছাড়াও, মুন্সিগঞ্জের মুক্তারপুরে কোম্পানিটির কারখানা সংলগ্ন ২৪৫ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। যার মোট মূল্য প্রায় ১৪ কোটি ৭০ লাখ টাকা।

কোম্পানিটির কারখানা সম্প্রসারণের জন্য একই রেজুলেশন বাই সার্কুলেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷