তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা কেটে অন্যত্র ব্যবহার করার অপরাধে কুলছুমা বেগম (৩৫) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলি এলাকায় অবৈধভাবে টিলা কেটে অন্যত্র ব্যবহার করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ সময় টিলা কাটার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন কুলছুমা। পরে অবৈধভাবে টিলা কাটার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক রিয়াজুল ইসলামসহ কুলাউড়া থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কুলাউড়ায় টিলা কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা https://corporatesangbad.com/42368/ |