বিনোদন ডেস্ক: ১৭ বছরের প্রেমের সম্পর্ককে প্রণয়ে রূপ দিয়ে বিয়ে করেছেন চলচ্চিত্র নির্মাতা হাংসাল মেহতা। ১৭ বছরের লিভ ইনে দুটি সন্তানও হয়েছে তাদের।
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হাংসাল মেহতা তার ১৭ বছরের প্রেমিকা সাফিনা হোসেনকে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। যার ছবি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হাংসাল বেশ কয়েকটি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাণ করেছেন, অন্যদিকে সাফিনা মেয়েদের শিক্ষার জন্য কাজ করছেন।
বুধবার (২৫ মে) ইনস্টাগ্রামে তাদের বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করে হাংসাল লিখেছেন, ‘১৭ বছর পর, দুটি সন্তান, আমাদের ছেলেদের বড় হতে দেখে এবং আমাদের নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করব। জীবনে বরাবরের মতো এটিও ছিল অবিলম্বে এবং অপরিকল্পিত। আমাদের প্রতিজ্ঞা অবশ্য সত্য ছিল এবং এই ছোট্ট অনুষ্ঠানের জন্য সেগুলো কখনোই বলা হতো না। শেষ পর্যন্ত ভালোবাসা সবকিছুর ওপর প্রাধান্য পায়। এবং এটা আছে…।’
ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন পরিচালক হাংসল মেহতা। তাতে দেখা যায়, ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের কাগজে স্বাক্ষর করছেন তারা। শোবিজ অঙ্গনের অনেকে এ জুটিকে অভিনন্দন জানাচ্ছেন। রাজকুমার রাও এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আমার প্রিয় দম্পতিকে অভিনন্দন। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। রাজকুমার রাও হাংসালের সঙ্গে ‘শাহিদ’, ‘সিটিলাইটস’-এ কাজ করেছেন।” হাংসালের আলিগড়ে অভিনয় করা মনোজ বাজপেয়ি লিখেছেন, “বাহ্! কী দারুণ!! অভিনন্দন ও শুভকামনা আপনাদের দুজনকেই।’
অন্যদিকে হাংসালের একজন ভক্ত তাকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘বাহ্। আপনার প্রেমের গল্পটি একটি চলচ্চিত্রের গল্পের মতো, সম্ভবত আপনার পরবর্তী ওয়েব সিরিজের জন্য একটি ধারণা? ঈশ্বর আশীর্বাদ করুন!’