সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে রাফি (৬) ও সৌরভ (৫) নামের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা আপন চাচাতো ভাই।
সোমবার (২১ আগষ্ট) সকাল ৮ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন। নিহত শিশু রাফি দৌলপুর ইউনিয়নের মতিমার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে ও সৌরভ একই এলাকার হাসমতের ছেলে। তারা চাচাতো ভাই।
স্থানীয় সুত্রে জানাযায়, সকালে রাফি ও সৌরভ একসাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলাধূলার কোন এক সময় পাশে থাকা পুকুরে পরে গেলে পানিতে ডুবে যায়। স্থানীয়রা টের পেয়ে পুকুর থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ড্যাফোডিল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, ঘটনাটি কিছুক্ষন আগে জানতে পেরেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু https://corporatesangbad.com/42340/ |