ভারতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ

Posted on August 20, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে।

শনিবার (১৯ আগস্ট) ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ অব্যাহত থাকবে।

দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে এ বিষয়ে। খবরে বলা হয়, আগামী সেপ্টেম্বরে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। দাম হতে পারে ৫৫ থেকে ৬০ রুপি প্রতি কেজি। সাধারণত ঘরে যে ধরনের পেঁয়াজ ব্যবহার করা হয়, সেগুলোর দাম বাড়তে পারে।

বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় অর্থ মন্ত্রণালয়। এর আগে সরবরাহ বাড়াতে নিজস্ব মজুদ থেকে ৩ লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল সরকার। সূত্র: ইকোনমিক টাইমস।