দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে টিকে থাকা কঠিন হয়ে পরছে

Posted on August 19, 2023

নিজস্ব প্রতিবেদক : সবজি, মাছ-মাংসের দামও লাগামহীন। এভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হতে থাকলে পরিবার নিয়ে টিকে থাকা কঠিনতর হবে উঠবে।

শনিবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় প্রায় সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। লম্বা বেগুন ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, শসা ৮০-১২০ টাকা, করল্লা ১০০ টাকা, উচ্ছে ১০০, পেঁপে ৪০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ১০০ থেকে ১৫০ টাকা, মুলা ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, ধনেপাতা ২০০ কেজি। লাউ ৭০ টাকা, চাল কুমড়া ৭০ টাকা পিস। কাঁচাকলা ৩০ টাকা হালি।

গত সপ্তাহের তুলনায় প্রায় সব সবজির দাম বেড়েছে প্রায় ২০ টাকা। আবার কয়েকটি সবজির দাম কমেছে। গত সপ্তাহে উচ্ছে বিক্রি হয়েছে ৮০ টাকায়, যা আজকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে গাজর ১২০ টাকায় বিক্রি হয়েছে, আজ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখী ও বরবটি বিক্রি হয়েছে ১০০ টাকা কেজিতে, যা আজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আজকে দেশি পেঁয়াজ ৯০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা, দেশি আদা ২০০ টাকা, ইন্দোনেশিয়ার আদা ২২০ টাকা, চায়না রসুন ২৩০ টাকা, দেশি রসুন ২৪০ টাকা, আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি ও চায়না রসুন দুটোই বিক্রি হয়েছে ২২০ টাকা কেজিতে। আজকে একই রসুন বিক্রি হচ্ছে যথাক্রমে ২৪০ ও ২৩০ টাকা কেজিতে।

আজকে বাজারে ইলিশ মাছ ১৫০০-২০০০ টাকা, রুই মাছ ৫০০-৬০০ টাকা, কাতল মাছ ৪৫০-৬৫০ টাকা, চিংড়ি মাছ ১০০০-১৬০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা, টেংরা মাছ ৮৫০ টাকা, কৈ মাছ ৩০০ টাকা, পাবদা মাছ ৫৫০ টাকা, শিং মাছ ৬০০-৮০০ টাকা, বোয়াল ৬৫০-৭৫০ টাকা, বেলে মাছ ৭০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে ব্রয়লার মুরগি ১৬৭-১৭৭ টাকা, কক মুরগি ২৯৫-৩২৫, দেশি মুরগি ৫৫০ টাকা, গরুর মাংস ৭৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির ডিম বিক্রি হচ্ছে লাল ডিম ১৪৪ টাকা ও সাদা ডিম ১৩৮ টাকা ডজন।

এছাড়া আজকে মুদি দোকানের পণ্যের দাম রয়েছে আগের মতোই। তবে কমেছে সয়াবিন তেলের দাম। ১ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়, যা ছিল ১৭৯ টাকা। এছাড়া চিনি ১৩৫ টাকা, মসুরের ডাল ১২৫ টাকা, মুগ ডাল ১২০ টাকা, খেসারি ডাল ৭০ টাকা, বুটের ডাল ৮৫ টাকা, ছোলা ৭৫ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৪০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১২০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ২২৫ টাকায় বিক্রি হচ্ছে।