সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সিএনজি পিকআপের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নাঈম উদ্দিন নিহত হয়েছে।
আজ (১৯আগষ্ট) শনিবার সকালে তাড়াশ সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া নামক স্থানে কলেজ ছাত্র নাঈম উদ্দিন (১৯) নিহত হয়েছে।সে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল হাকিম'।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা,তাড়াশ থেকে সিএনজি যোগে শাহজাদপুর যাওয়ার সময় সলংঙ্গার নামক কুঠিপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা কলেজ ছাত্র নাঈম উদ্দিন ঘটনা স্থলেই নিহত হন।ওই সিএনজিতে থাকা নিহতের বাবা কলেজ শিক্ষক মাজহারুল গুরুত্বর আহত হন।
এ বিষয়ে সলংঙ্গা থানার ওসি এনামুল হক জানান,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পিকআপ আটক করা হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত https://corporatesangbad.com/42054/ |