কলম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Posted on August 19, 2023

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর সেখানের বাসিন্দারা ছুটোছুটি করে রাস্তায় নামতে থাকে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার।

এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে কলম্বিয়ার জাতীয় ভূ-তাত্ত্বিক সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।

কলম্বিয়ার সংস্থাটি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। বোগোতা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এল ক্যালভারিও শহরে ছিল এর কেন্দ্রস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় সেখানের ভবনগুলো কাঁপতে থাকে। বাজানো হয় সতর্ক সংকেত। এসময় সবাই ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে।

মেয়র ক্লডিয়া লোপেজ ‘এক্স’এ জানান, কলম্বিয়ার রাজধানীর দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের সময় জানালা থেকে পড়ে মারা যায় এক নারী। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় আরও দুটি আফটারশক। যার মাত্রা ছিলো ৫.৭ ও ৪.৮।