স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার প্রিমিয়ার লিগের মাস সেরার পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে প্রথম মাসেই (সেপ্টেম্বর) জিতেছিলেন এটি। গত মাসে হ্যাটট্রিক সহ পাঁচ গোল করে আবারও তা ভাগিয়ে নিলেন।
পুরস্কার হাতে পেয়ে রোনালদো বলেন, ‘আমার দ্বিতীয় প্রিমিয়ার লিগ মাসসেরা পুরস্কার, সবমিলিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ। আমি খুবই খুশি তা জিতে যেমনটা শুরুর দিনগুলোতে ছিলাম। জয় ও অর্জনের ক্ষুধা কখনো-ই কমে না আমার। এটা সম্ভব করার জন্য সবাইকে ধন্যবাদ।’
প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি মাস সেরার পুরস্কার জিতেছেন সাবেক ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো ও টটেনহামের হ্যারি কেইন। দুজনই জিতেছেন সাতটি করে। তাদের ছয়টি পুরস্কার নিয়ে ঠিক পরেই আছেন রোনালদো।
আরও পড়ুন:
ইংল্যান্ড টেস্ট দলের কোচ হলেন ম্যাককালাম
এবার আমিরাতের টি-টোয়েন্টি লিগে দল কিনলেন শাহরুখ
মাত্র ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকার টেস্ট ম্যাচ