নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ২০০৬ সালের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ আসাদুর রহমান (৫২)’কে যশোর জেলার সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩ এবং র্যাব-৬ ।
আসামী মোঃ আসাদুর রহমান (৫২) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন মিঠা পুকুর এলাকার মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে ।
গত ১৭ আগস্ট (বৃহ:বার) রাতে যশোর জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার নামে ঢাকা গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ২০০৬ সালে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কালিয়াকৈর থানায় মাদক মামলার আসামী যশোর থেকে আটক https://corporatesangbad.com/42000/ |