নিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার (১৩ মে) তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।
আদালতের সাধারণ রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক এশারত আলী জানান।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম আলী জানান, প্রাক্তন স্ত্রী মাধুরী আক্তার নীলার দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় বৃহস্পতিবার (১২ মে) রাতে ধানমন্ডি এলাকা থেকে মুয়াজকে গ্রেপ্তার করা হয়।
গত মার্চে নারী নির্যাতনের অভিযোগ এনে মাধুরী আক্তার নীলা ধানমন্ডি থানায় মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
পুলিশ জানায়, মোয়াজ আরিফের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা একটি মামলা করেন। সেখানে বাসার তালা ভেঙে অবৈধভাবে প্রবেশ, ভাংচুর, লুটপাটের অভিযোগ আনা হয়। ওই মামলায় হাজিরা না দেওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।