যশোরেরে যুদ্ধাপরাধী মামলার আসামী ইরাদত মোল্ল্যা গ্রেফতার

Posted on August 18, 2023

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক যুদ্ধাপরাধী ইরাদত মোল্ল্যা ইরাদত (৮৫)’কে যশোর জেলার কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আটককৃত যুদ্ধাপরাধী ইরাদত মোল্ল্যা ইরাদত (৮৫) যশোর জেলার বাঘারপাড়া থানার মৃত পরেশ উল্লাহ মোল্ল্যার সন্তান ।

বৃহ:বার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুন্ঠন, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশে ২০২১ সালের একটি মামলা রয়েছে যার মামলা নং-০৩/২০২১। পরবর্তীতে মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। এরপর থেকেই সে নিজ এলাকা ছেড়ে যশোর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় আত্মগোপনে চলে যায়। এরই প্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক গতকাল তাকে গ্রেফতার করা হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ