ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

Posted on August 18, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন এলাকায় ২০১০ সালে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি আনিছুর রহমান আনিস (৫৫) কে খুলনা জেলার কয়রা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আটককৃত আনিছুর রহমান আনিস (৫৫), ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার রামনগর এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে ।

র‌্যাব জানায়, হরিনাকুন্ডু থানাধীন সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ০৭ অক্টোবর নিখোঁজ হন। পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি  করে। এই ঘটনায় ভিকটিমের ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ০৯/১০/২০১০ তারিখ একটি অপহরণ মামলা দায়ের করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের প্রেক্ষিতে ৩১/১০/২০২৩ তারিখ যশোরের সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রামে জামির আলীর বাড়ি থেকে অপহৃত ভিকটিম নবী হোসেনের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত উক্ত মামলায় ১৩/০৩/২০২৩ তারিখ ০৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ০৭ জনকে ০৫ বছরের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

কর্পোরেট সংবাদ/এএইচ