নিজস্ব প্রতিবেদক: পৃথক পৃথক অভিযানে গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে বিদ্যুৎ আইনের মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
আটককৃতরা হলেন ১) পিন্টু মিয়া (৫২), পিতা-মাহতাব উদ্দিন, সাং-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ এবং ২। মোঃ জসিম উদ্দিন (৫৩), পিতা-কাজেম উদ্দিন, সাং-কাব্দি, থান-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ ।
র্যাব জানায়, পিন্টু মিয়ার নামে ২০১৩ সালে কিশোরগঞ্জ জেলা কোর্টে এবং জসিম উদ্দিনের নামে ২০০৮ সালে ময়মনসিংহ জেলা কোর্টে তাদের নামে পৃথক পৃথক ০২ টি বিদ্যুৎ আইনে মামলা রুজু হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালাত পিন্টু মিয়াকে ০৩ বছর করে সাজা প্রদানের রায় ঘোষনা করেন। তাদের নামে মামলা রুজু হওয়ার পর থেকেই তারা বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে র্যাবের অভিযানে ২ জন পলাতক আসামী আটক https://corporatesangbad.com/41972/ |