স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বেতন-ভাতাসহ বেশ কিছু সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ নারী ফুটবল দল। আর্থিক সংকটের কারণে সেই দাবি এতদিন পূরণ করতে পারেনি বাফুফে। অবশেষে সাবিনা-সানজিদাদের সেই দাবি পূরণ হয়েছে।
বুধবার (১৬ আগস্ট বাফুফে ভবনের সভাকক্ষে ৩১ নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন এই চুক্তিতে তাদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন তারা। যা ছয় মাস পর নবায়ন করা যাবে। ৬ মাসের এই চুক্তি কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।
বেতন বাড়ার পাশাপাশি নারী ফুটবলারদের কঠোর আচরণবিধির আওতায় এনেছে বাফুফে। বাফুফেকে না জানিয়ে কোথাও খেলতে যাওয়া, বিনা কারণে অনুশীলন বর্জন করতে পারবে না ফুটবলাররা। কোনো ফুটবলার শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ক্যাম্প থেকে বের করে দেওয়া হবে।
এক সংবাদ সম্মেলনে বেতন বাড়ার বিষয়টি জানালেও বাফুফের সভাপতি কাজী সালাউদিন প্রথমে বিস্তারিত জানাতে চাননি। বিষয়টিকে গোপনীয় বলে দাবি করে পরে জানানো হবে বলে জানান। কিন্তু সংবাদকর্মীদের চাপে শেষ পর্যন্ত এই চুক্তির বিস্তারিত জানায় বাফুফে।
মেয়েদের এই বেতন কই থেকে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, 'ফিফার তহবিল ও স্পনসর থেকে মেয়েদের বেতনের টাকা দেওয়া হবে।'
বাফুফের সভাপতি এ সময় বলেন, 'মেয়েরা আরও ভালো পারফরম্যান্স করুক। আমি তাদের আরও দিতে প্রস্তুত। আমি চাই ওরা আরও ভালো খেলুক, আরও বেতন দাবি করুক। সামর্থ্য থাকলে আমি ওদের বেতন আরও দিতাম।’
তিনি আরও যোগ করেন, 'ঈদ বোনাসটা আমরা দিতে পারি না; কারণ, ফুটবল-বিশ্বে এটা কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না।'
৫০ হাজার টাকা : সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফার ইয়াসমিন, আনাই মোগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতু পর্ণা, সানজিদা আক্তার, মার্জিয়া, কৃঞ্চারানী সরকার, তহুরা খাতুন।
৩০ হাজার টাকা : সোহাগি কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার, স্বর্না রানী মন্ডল, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সাতসুশিমা সুমাইয়া, উন্নতি খাতুন, হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার, ইতি খাতুন।
১৫ হাজার টাকা : মিস রুপা ও আইরিন খাতুন।
আরও পড়ুন:
অবসর ভেঙে ইংল্যান্ড দলে ফিরলেন স্টোকস
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বেতন বাড়ল নারী ফুটবলারদের https://corporatesangbad.com/41839/ |