নিজস্ব প্রতিবেদক : ডাচ বাংলা ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে তার উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে ব্যাংকটি দুটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) প্রতিষ্ঠা করবে। এর একটি হবে মার্চেন্ট ব্যাংক, অন্যটি ব্রোকারহাউজ।
বর্তমানে পুঁজিবাজারে ব্যাংকটির বিনিয়োগ থাকলেও এই বাজারে সরাসরি সেবা দেওয়ার মত কোনো মধ্যবর্তী প্রতিষ্ঠান (Capital Market Intermediaries) নেই। ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স পেলে বাজারে ব্যাংকটির প্রত্যক্ষ কার্যক্রম বাড়বে।
এছাড়া ব্যাংকটি একটি ডিজিটাল ব্যাংকের জন্যও বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডাচ-বাংলা ব্যাংকের ২৭০তম পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, পুঁজিবাজারে ব্রোকারেজ সেবার দেওয়ার লক্ষ্যে ডাচ-বাংলা ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এর নাম হবে- ডাচ-বাংলা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এটি হবে ব্যাংকটির শতভাগ মালিকানাধীন। এর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।
ডাচ-বাংলা ব্যাংক একটি মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করবে, যার নাম হবে ‘ডাচ-বাংলা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড’। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ২৫ কোটি টাকা।
অন্যদিকে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক ‘ডিজি১০ ব্যাংক পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য যে কনসোর্টিয়াম গঠন করছে, ডাচ-বাংলা ব্যাংক তাতে যোগ দেবে। প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ যোগান দেবে ডাচ-বাংলা ব্যাংক, যার পরিমাণ হবে ১২ কোটি ৫০ লাখ টাকা।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
২টি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে ডাচবাংলা ব্যাংক https://corporatesangbad.com/41720/ |