গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে গ্রেফতার করছে পুলিশ।
মঙ্গলবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা থেকে সানোয়ার হোসেনকে ২০ বোতল বিদেশি মদসহ এবং রফিকুল ইসলাম নামের এক যুবককে ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-সানোয়ার হোসেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার নয়ারচর পাটা ধুয়াপাড়া গ্রামের মৃত সালামের ছেলে এবং রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মনিকুড়া গ্রামের মৃত্যু নবী হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জিএমপি বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে এবং আমাদের মাদক বিরোধী অভিযান প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে গ্রেফতার https://corporatesangbad.com/41709/ |