অর্থ-বাণিজ্য ডেস্ক : খুচরা বাজারে ব্যবসায়ীরা ভোক্তাদের থেকে প্রতিটি ডিমের দাম ১২ টাকার বেশি রাখতে পারবেন না বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে ডিমের মূল্যবৃদ্ধির বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, এজেন্ট, ডিলার ও খুচরা-পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন এ. এইচ. এম. সফিকুজ্জামান। সে সময় এ হুঁশিয়ারি দেন তিনি।
সফিকুজ্জামান বলেন, খামার পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৫০ পয়সা। প্রতি ডিমে পাইকারি থেকে খুচরা পর্যায়ে ব্যবসায়ীদের লাভ দেড় টাকা ধরে খুচরা পর্যায়ে ডিমের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে খুচরা বাজারে ব্যবসায়ীরা ভোক্তাদের থেকে প্রতিটি ডিমের দাম ১২ টাকার বেশি রাখতে পারবেন না।
নতুন দামে ডিম বিক্রি খুচরা ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান সফিকুজ্জামান। তিনি বলেন, ভোক্তাদের কাছে এই দামের মধ্যে ডিম বিক্রির বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে। এ ছাড়া নির্ধারিত দামে ডিম বিক্রির বিষয়টি মনিটরিংয়ের জন্য অভিযান শুরু হবে বলে জানান ভোক্তার ডিজি।
তিনি বলেন,আগামীকাল থেকে হাতবদলের প্রতিটি স্তরে পাকা ভাউচার বা রসিদ বাধ্যতামূলক করতে হবে। সেটি কিন্তু আমাদের আইনি বাধ্যবাধকতাও রয়েছে। তা মেনে না চললে আমরা এখন শুধু আর কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করব না, সেই প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দেব।
ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, খুচরা ব্যবসায়ীদের অবশ্যই উৎপাদক ও পাইকারি বিক্রেতাদের থেকে ডিম কেনার রসিদ সংগ্রহ করে দোকানে রাখতে হবে। এখন থেকে রসিদ ছাড়া ডিম বিক্রি করতে দেয়া হবে না।
সভায় উপস্থিত প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. শাহীনুর আলম বলেন, পোলট্রি শিল্প রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। খামার পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এই দামকে ন্যায্যমূল্য উল্লেখ করে তিনি বলেন, খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম কোনোভাবেই ১২ টাকার বেশি হওয়া উচিত নয়।
দেশের পোলট্রি শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে খামারিদের অবদানের কথা উল্লেখ করে প্রাণিসম্পদ অধিদফতরের উপসচিব আনোয়ার হোসেন বলেন, সরকার এখনই ডিম আমদানির পক্ষে নয়। এতে ক্ষুদ্র ও বৃহৎ সব ধরনের খামারি ক্ষতিগ্রস্ত হবেন। খামারিদের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগে পোলট্রি বোর্ড গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, চালান রসিদ প্রদর্শন করা বাধ্যতামূলক। ভোক্তা অধিকার ব্যবসাবান্ধব, ব্যবসায়ীবান্ধব না। ভোক্তা শোষিত হলে ভোক্তা অধিকার ব্যবস্থা নেবে।
এফবিসিসিআইয়ের অতিরিক্ত সচিব শাহ আব্দুল খালেক বলেন, এফবিসিসিআই ভোক্তা, উৎপাদক ও ব্যবসায়ী সবার স্বার্থ রক্ষা করে। তবে বেচাকেনার রসিদ দেয়ার ব্যাপারে ব্যবসায়ীদের আগ্রহের ঘাটতি রয়েছে। আইন না মানলে সরকার ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কারো আপত্তি থাকার কথা নয়।
ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহমেদ একরামুল্লাহ পাকা রসিদ ছাড়া ডিম বেচাকেনা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, খুচরা বাজারে নির্ধারিত ১২ টাকা মূল্যে ডিম বিক্রি নিশ্চিত করতে হবে সরকারকে। ভোক্তাদের স্বার্থে প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি হঠাৎ করেই দেশের বাজারে বেড়ে গেছে ডিমের দাম। খুচরা বাজারে একটি ডিম কিনতে গুনতে হচ্ছে ১৫ টাকা। ডিমের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ভোক্তাদের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
খুচরা বাজারে ডিমের সর্বোচ্চ দাম ১২ টাকা: ভোক্তা ডিজি https://corporatesangbad.com/41602/ |