February 8, 2025 - 5:38 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়নিরাপদ ও নির্বিঘ্ন হোক ঈদযাত্রা

নিরাপদ ও নির্বিঘ্ন হোক ঈদযাত্রা

spot_img

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। সবাই উন্মুখ হয়ে আছেন- বাড়ি ফিরব কবে? আর যারা এক নজর দেখার প্রত্যাশায় তাকিয়ে আছেন সময়ের দিকে, ভাইয়ের অপেক্ষায় বোন। সন্তানের অপেক্ষায় মা। অথবা স্বজনের অপেক্ষায় স্বজনরা। গোটা পরিবেশটাই যেন এক মিলনমেলা। যে মিলনমেলায় এক প্রশান্তি ছাড়া আর কোনো প্রাপ্তির সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই প্রশান্তির পাশাপাশি আরো একটি পণ্যের সমাগম ঘটে। পণ্যটির নাম বিড়ম্বনা।

ঈদ কেন্দ্র করে রাজধানী ছাড়া মানুষের সঙ্গে পণ্যটির সখ্য বেশি। গত দুই বছর করোনার দাপটে ঈদের আনন্দ ছিল অনেকটাই বিষাদময়। তবে এ বছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় মানুষ পুরোদমে ঈদ আনন্দে মেতে উঠবে। সেই সঙ্গে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছেড়ে পাড়ি জমাবে বাপ-দাদার ভিটেমাটিতে। একটি উৎসবকে কেন্দ্র করে বাড়ির পথে পা বাড়ানোর ঘটনা বিশ্বে প্রায় দুর্লভ। সম্ভবত এটাই আমাদের মেলবন্ধন।

প্রতি বছর শিক্ষা, কর্মসংস্থান কিংবা ভাগ্যবদলের তাড়নায় ঢাকায় আসা মানুষের স্রোত যখন একসঙ্গে রাজধানী ছাড়ে, বিড়ম্বনার সূত্রপাত তখন থেকেই। বাড়ি ফেরাটাকে কেন্দ্র করে সৃষ্টি হয় মানবিক বিপর্যয়ের। বিপুল মানুষের চাপ নিতে পারে না আমাদের সড়ক-মহাসড়কগুলো। ট্রেন কিংবা লঞ্চ কোনো ক্ষেত্রেই এই দুর্ভোগের নিস্তার নেই। ট্রেনে কিংবা লঞ্চে ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে চলাচলে প্রায়ই সৃষ্টি হয় দুর্ঘটনার। স্বপ্ন এবং জীবন দুটোকেই হাতের মুঠোয় নিয়ে বাড়ি ফিরতে হয় এসব মানুষকে। সরকারের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও এর সুফল সাধারণ জনগণ পর্যন্ত কতটা পৌঁছায়, বিষয়টি সব সময়ই প্রশ্নবিদ্ধ থেকেছে।

রেল সূত্রে জানা যায়, এবার ঈদুল ফিতর উপলক্ষে ৬ থেকে ৭ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হতে পারে- এমন প্রস্তুতি আছে সংশ্লিষ্টদের। তবে সেটা যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে হতে পারে। বর্তমানে ২০১টি ইঞ্জিন বিভিন্ন ট্রেনের সঙ্গে চলাচল করছে। ঈদের সময় আরো ১৮টি ইঞ্জিন দিতে পারবে লোকোমোটিভ বিভাগ। এ ছাড়া বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম বাস। ঈদ উপলক্ষে বাস টিকিটের চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় তৈরি হয় টিকিট কালোবাজারির আশঙ্কা। এ ছাড়া জনদুর্ভোগের আরেক নাম যানজট তো আছেই। রোজা রেখে বাড়ি ফেরা মানুষের জন্য এটি এক আতঙ্কের নাম।

নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলা বিশেষ করে পটুয়াখালী, ভোলা, বরিশালের বাসিন্দাদের যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ। অন্যবারের মতো এবারও বিভিন্ন রুটে নামানো হয়েছে রংচংয়ে ও জোড়াতালি দেওয়া ত্রুটিপূর্ণ ফিটনেসের অসংখ্য নৌযান। বর্ষা মৌসুমে পদ্মা ও মেঘনার মতো উত্তাল নদীতে এসব ঝুঁকিপূর্ণ লঞ্চযাত্রী বহনে কতটা সক্ষম, তা আমাদের জানা নেই। তবে সরকারের পক্ষ থেকে এবারও বলা হচ্ছে, সবকিছু ঠিকঠাকই থাকবে। সড়ক, রেল ও নৌপথে যাত্রী পরিবহনের সব প্রস্তুতিই আছে। ঈদের যাত্রাপথ যেন সচল থাকে এবং কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য প্রস্তুতিরও কমতি নেই। কিন্তু শেষমেশ সেই প্রস্তুতি কতটা থাকবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এক টুকরো আনন্দ কিনতে গিয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় কজনকে পথেই জীবন দিতে হবে, তা আমরা জানি না। তবে এই জীবনহানি যেন শূন্যের কোঠায় নেমে আসে, এটাই আমাদের প্রত্যাশা এবং সময়ের দাবি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রফেশনে হঠাৎ ছন্দপতন! উন্নয়ন ও বৈষম্যহীন ঐক্যে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি

মো. মিজানুর রহমান, এফসিএস || সিএস এ্যাক্ট-২০১০ এর অধিনে নির্বাচনে প্রথম কাউন্সিলে একটি সার্বজনীন চাওয়া ছিল মি. মোহাম্মদ আসাদ উল্লাহ যেন নবগঠিত সিএস কাউন্সিলের...

সরকারকে বুদ্ধি ও বিবেকের সঙ্গে কাজ করা উচিত: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের ঘটনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,...

আইপিডিসি ফাইন্যান্স ও কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকরের মধ্যে চুক্তি সাক্ষর

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. সম্প্রতি কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেড (সিএআইডিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় গ্রাহকরা এক্সক্লুসিভ ইন্টেরিওর ডিজাইন...

লেয়ার মুরগির বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে উন্নতমানের কম্পোস্ট সার

ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের একদল গবেষক লেয়ার মুরগির বিষ্ঠা থেকে স্ট্রুভাইট সমৃদ্ধ এক ধরনের উন্নতমানের কম্পোস্ট তৈরি করেছেন, যা কৃষিক্ষেত্রে...

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল...

সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

ঝিনাইদহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শৈলকুপা উপশাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র লাঙ্গলবাঁধ বাজার শাখা, ঝিনাইদহ এর অধীনে শৈলকুপা উপশাখা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের খুলনা অঞ্চলপ্রধান...