কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০১১ সালে ভোলা জেলার দৌলতখান থানায় হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জুয়েল(২৭)’কে গ্রেফতার করেছে র্যাব-৩ ।
আসামী মোঃ জুয়েল(২৭), ভোলা জেলার দৌলতখান থানাধীন কিলিয়া ভবানীপুর ফরাজীবাড়ী এলাকার বিজয় আহম্মেদের ছেলে ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার, (১৩ আগস্ট, ২০২৩) রাতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা ।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ,স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক ।
র্যাব -৩ জানায়, আটককৃত আসামীর নামে ২০১১ সালে ভোলা জেলার দৌলতখান থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালাত ধৃত আসামীর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন। মামলার রুজুর পর থেকে ধৃত আসামী এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভোলা’র দৌলতখান থানায় হত্যা মামলার পলাতক আসামী শাহবাগ থেকে গ্রেফতার https://corporatesangbad.com/41476/ |