স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের মানসিক শক্তির উন্নতি ঘটাতে পারফরমেন্স মনোবিজ্ঞানী হিসেবে ফিল জোন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের খেলোয়াড়দের সাথে নিবিড়ভাবে সাত দিন কাজ করবেন জোন্স। অবশ্য অনেক দিন ধরেই মনোবিজ্ঞানী নিয়োগের পরিকল্পনা করছিল বিসিবি।
এর আগেও জোন্সের সাথে কাজ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনতে এবং তাদের মানসিক শক্তির উন্নতিতে কাজ করবেন তারা।
বিসিবির সেট আপে মনোবিজ্ঞানী নতুন নয় এর আগে ২০১৮ সালের অক্টোবরে নিয়োগ দেয়া হয়েছিলো মনোবিজ্ঞানী আলী আজাদ খানকে। জিম্বাবুয়ের সিরিজে পার্টটাইম মনোবিজ্ঞানী নিয়োগ করে সাফল্যও পেয়েছিলো বাংলাদেশ দল।
২০১১ বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে কাজ করেছিলেন ভারতীয় মনোবিজ্ঞানী সৌমেন্দ্র সাহা।
আরও পড়ুন:
এবারে ক্রিকেটে আসছে ‘লাল কার্ড’
জিপিএস যুগে প্রবেশ করলো বাংলাদেশের ক্রিকেট
মাহমুদউল্লাহর বাদ পড়ার কারণ জানতে চেয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বাংলাদেশ ক্রিকেট দলে মনোবিজ্ঞানী https://corporatesangbad.com/41468/ |