নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছেে। গত ৩০জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ৫০ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।
রোববার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
গত বছর এই ফান্ডে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫ টাকা ৬০ পয়সা দরে আলোচিত ফান্ডটির ইউনিট কেনা-বেচা হয়েছে। এ হিসেবে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে প্রকৃত লভ্যাংশ প্রাপ্তির হার (Dividend yield) দাঁড়ায় প্রায় ৯ শতাংশ।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা https://corporatesangbad.com/41460/ |