পদ্মা সেতুর পাশে নির্মিত হবে বঙ্গবন্ধুর স্ট্যাচু: মুক্তিযুদ্ধ মন্ত্রী

Posted on August 12, 2023

এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি: পদ্মা সেতুর পাশে মাদারীপুর জেলার শিবচরে কাঠালাবাড়িতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু। এখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১২ আগস্ট) সকালে প্রকল্প স্থান পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মান করা উচিৎ ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশী বিদেশী পর্যটকরা এখানে আসেন। বাংলাদেশের সব এলাকার মানুষ ভবিষ্যত প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকায়, ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষনীয়ভাবে এটা করব। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু বাঙ্গালী জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশী-বিদেশী পর্যটকরা দেখতে আসবে। এর ফলে এক সাথে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পাবে সাথে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগের তৈরি হবে,যা এখানে (পর্যটকদের মাঝে) কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই।

এসময় সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচবি ইসারাত চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসালম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে ‘শান্তিপূর্ণ’ নির্বাচন আশা করছে ভারত