বিনোদন ডেস্ক : সময়টা আটের দশক। অপরাধ জগতে ধীরে ধীরে উত্থান হয় হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলের। সেই সময় কলকাতার নিকটবর্তী মফঃস্বল কোন্নগর ও রিষড়ায় গঙ্গার ধার বরাবর ও এক্সপ্রেসওয়ের দিকে একাধিক কারখানা ছিল। সেখানকার শ্রমিকদের থেকেই হপ্তা তুলে অপরাধ জগতে হাতেখড়ি শ্যামলের। নয়ের দশকে তার ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে এলাকায় ঘটতে শুরু করে চাঁদাবাজি, ডাকাতি, খুনের মতো একাধিক অপরাধমূলক ঘটনা। অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী সেই হুব্বা শ্যামলের
কাহিনীই এবার পর্দায় তুলে আনছেন পরিচালক ব্রাত্য বসু। শুক্রবার প্রকাশ্যে এল ‘হুব্বা’ টিজার। প্রথম ঝলকেই চমকে দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ফের বড়পর্দায় ফিরছে সেই জুটি।
আগেই ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে ‘হুব্বা’ ছবিতে নাম চরিত্রে দেখা যাবে মোশারফ করিমকে। এবার ৩৯ সেকেন্ডের টিজারে হুব্বা শ্যামলের চরিত্রে কখনো ভয়ানক গ্যাংস্টার রূপে পাড়ায় দাপিয়ে বেড়াতে দেখা গেল তাকে, কখনও আবার দেখা গেল রাতের অন্ধকারে নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে, কখনও আবার বিয়ের সাজে নাচছে সে।
টিজারে অনুমান করায় যায়, সিনেমাটিতে গ্যাংস্টার হুব্বা শ্যামলের অপরাধ ও ব্যক্তিজীবন দুটোই উঠে আসবে। প্রসঙ্গত শোনা যায় যে তৎকালীন শাসকদলেরও ঘনিষ্ঠ ছিল হুব্বা শ্যামল। ২০০৫ সালে একটি খুনের ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে তাকে গ্রেফতার করে পুলিস। যদিও কয়েকমাসের মধ্যেই সে জামিনে ছাড়া পেয়ে যায়। এরপরেই ধীরে ধীরে কমতে থাকে তার আধিপত্য।
২০১১ সালে বামফ্রন্ট সরকার পতনের কিছুদিন পরেই বৈদ্যবাটি খালে হাওড়া-বর্ধমান মেইন শাখার ন’নম্বর রেলগেটের কাছে পাওয়া যায় তার লাশ। বলিউডে রিয়েল লাইফ গ্যাংস্টার নিয়ে তৈরি ছবির তালিকা দীর্ঘ। সেদিক থেকে বাংলায় এই ধরনের ছবির বড়ই অভাব। ব্রাত্য বসুর পরিচালনায় এবার বাংলায় গ্যাংস্টার ঘরানার নয়া ছবি ‘হুব্বা’।
প্রযোজক ফিরদৌসুল হাসান এই ছবির ফার্স্টলুক রিলিজের সময় বলেন, ‘ব্রাত্য নিজের ছবির জন্য যে পরিমাণ পড়াশোনা করে তা সত্যিই প্রশংসনীয়। আশা করি এই ছবিটিও দর্শক খুবই পছন্দ করবেন’। ছবি প্রসঙ্গে ব্রাত্য বসু আগেই বলেছেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।” আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘হুব্বা’-র। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
'হুব্বা'র টিজারেই 'গ্যাংস্টার' রূপে বাজিমাত মোশাররফ করিমের https://corporatesangbad.com/41213/ |