আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা রাজ্যের জারিয়াতে নামাজের সময় একটি মসজিদের একাংশ ধসে পড়ে সাতজন মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল শুক্রবার আসরের নামাজের সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। তখন মসজিদটিতে শতাধিক মুসল্লি নামাজ পড়ছিলেন।
জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারবী দল সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে চারটি মৃতদেহ উদ্ধার করেছে। এরপর ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। শতাব্দী প্রাচীন মসজিদটি ১৮৩০ এর দশকে নির্মিত হয়েছিল বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
কাদুনা রাজ্যের ব্যবস্থাপনা সংস্থা বলেছে, আহত অবস্থায় ২৩ জন মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, মসজিদটির ছাদের একাংশ ধসে পড়েছে। কাদুনার গভর্নর উবা সানি অবিলম্বে এ দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
গভর্নর উবা সানি বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। গত বছর দেশটিতে এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ বলছে, বেশির ভাগ ভবন বিল্ডিং কোড ও সুরক্ষাবিধি না মেনে তৈরি করা হয়েছে। এ ছাড়া নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে ভবনগুলো ধসে পড়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে ধস, ৭ মুসল্লির মৃত্যু https://corporatesangbad.com/41211/ |