চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর হাজরী গলির এক ব্যবসায়ীর ১৪টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ই আগষ্ট) পশ্চিম বাকলিয়া এলাকার শীফা জুয়েলার্স থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ আলমগীর (৫২) এবং সরোয়ার (৩২)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া প্রায় ৪০ ভরি স্বর্ণ ও স্বর্ণের বার বিক্রয়ের নগদ ১৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এর আগে একই ঘটনায় জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জাহেদুল কবীর বলেন, ‘হাজারী গলির স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে একই সাথে তাদের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চট্টগ্রামে স্বর্ণ ছিনতাই: উদ্ধার ৪০ ভরি, আরও দুইজন গ্রেফতার https://corporatesangbad.com/41205/ |