নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫টির বা ৯.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে এমবি ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এমবি ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩৭.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৪৫.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০৭.২০ টাকা বা ১৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এমবি ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি’র ১০.৯৯ শতাংশ, আরামিটের ১০.০৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮.১২ শতাংশ, ফার কেমিক্যালের ৭.৩৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৪.০১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৭৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.৪৪ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩.১৭ শতাংশ, এবং এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ২.১৪ শতাংশ বেড়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এমবি ফার্মা https://corporatesangbad.com/41138/ |