ঢাকায় আজ গনমিছিল করবে বিএনপি

Posted on August 11, 2023

ঢাকা: এর আগে গণ-মিছিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নেবে না বলে জানিয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত মিছিলের অনুমতি ডিএমপির কাছ থেকে নিয়েছে দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় এ কর্মসূচি পালিত হবে।

শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অনুমতি নেওয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। রাজধানীতে আজ গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচি পালনে বিএনপি ডিএমপির কাছ থেকে কোনো অনুমতি নিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অনুমতি নিয়েছে।

গণমিছিলের অনুমতি নেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এক দফার চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুরে ঢাকার দুই মহানগর থেকে একযোগে গণমিছিল বের করবে বিএনপি। একই দিন এক দফার যুগপৎ আন্দোলনে বিএনপির সমমনা দলগুলোও ঢাকায় পৃথক মিছিল ও সমাবেশ করবে।

বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ দুই মহানগরে জুমার নামাজের পর একই সময়ে দুপুর ২টায় গণমিছিল বের হবে। এরমধ্যে উত্তরের গণমিছিলটি উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলে সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে, দক্ষিণের গণমিছিলটি মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে।

মহানগর উত্তরের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দক্ষিণের গণমিছিলের নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উভয় মিছিলেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিএমপির অনুমতি ছাড়াই তারা শুক্রবার গণ-মিছিলে পালন করবেন তারা।

কর্পোরেট সংবাদ/এএইচ