ডেঙ্গু জ্বরে নারী চিকিৎসকের মৃত্যু

Posted on August 11, 2023

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামে এক চিকিৎসক মারা গেছেন। আজ শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শরিফাকে আইসিইউতে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাচ্চু মিয়া আরও বলেন, ‘শরিফার গ্রামের বাড়ি দোহারের জয়পাড়ায়। বাবার নাম আজিজ ভূঁইয়া।’

এর আগে গত সোমবার (৭ আগস্ট) দিনগত রাতে ডা. দেওয়ান আলমিনা মিশু নামে এক চিকিৎসক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এএইচ