মোহাম্মদ রিদওয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টানা ৭ দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কক্সবাজারে ২০ জনের মৃত্যু হয়েছে। ১ জন এখনও নিখোঁজ। এ সময় পানিতে আটকা পড়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন।
ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা। জেলার ৯টি উপজেলার ৬০টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা। এ উপজেলায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এর পরের অবস্থান পেকুয়ার। যেখানে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়া উখিয়ায় ২ ও রামুতে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সড়ক বিভাগের ৫৯ কিলোমিটার এবং এলজিইডির ৮০ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক , গ্রামীণ রাস্তা এবং ৪৭ টি ব্রিজ/কালভার্ট বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানি নেমে গেলে আর্থিক মূল্য জানা যাবে। এছাড়া দোহাজারী-কক্সবাজার রেললাইনের কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলায় ১৫ হাজার ৬৩৮ হেক্টর ফসলি জমি, ১ হাজার ৭৫২টি পুকুর/পুকুর/খামার, ১ হাজার ৮৩২টি মাছের ঘের, ২৬২ মিলিয়ন টন পাখনা মাছ, ৭০ কোটি টন চিংড়ি, ৯.৯৫ মে। টন পোনা, ১৭৯টি জাল নষ্ট হয়েছে।
নিহত ২০ জনের পরিবারকে ২৫ হাজার টাকা মানবিক সহায়তা দিয়েছে প্রশাসন।
এছাড়া ১০৩ মেট্রিক টন চাল, ৬ হাজার প্যাকেট শুকনো খাবার এবং নগদ ১ কোটি ৭ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস জানান, টানা বর্ষণ ও ভূমিধসের কারণে কক্সবাজারের ৬০টি ইউনিয়নের জলাবদ্ধতায় ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা। জেলার ৯টি উপজেলার ৬০টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা। এ উপজেলায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এর পরের অবস্থান পেকুয়ার। যেখানে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়া উখিয়ায় ২ জন ও রামুতে ১ জনের মৃত্যু হয়েছে। নিহত ২০ জনের পরিবারকে ২৫ হাজার টাকার মানবিক সহায়তা দিয়েছে প্রশাসন। এ ছাড়া ১০৩ মেট্রিক টন চাল, ৬ হাজার প্যাকেট শুকনো খাবার এবং নগদ ১ কোটি ৭ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কক্সবাজারে বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ কোটি টাকা, নিহত ২০ https://corporatesangbad.com/41087/ |