চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারিতে ট্রেনে কাটা পড়ে সাদিকুর রহমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের বেড়ার মাঠ নামকস্থানে এঘটনা ঘটে।
নিহত সাদিকুর রহমান একই গ্রামের দক্ষিনপাড়ার আতিকুর রহমানের ছেলে। সে কাঠমিস্ত্রীর কাজ করতো।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েকদিন সাদিকুর কাজে যায়নি। সে কিছুটা অসুস্থ (জ্বর) ছিল। কাজে না যাওয়ায় তার মা বকাঝকা করে। এতে অভিমান করে কোন এক সময় ট্রেনের নিচে শুয়ে আত্মহত্যা করেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, দর্শনা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। বকাঝকা করায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি৷ আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা https://corporatesangbad.com/41010/ |