তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সজল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার কবলে পরা নিহত সজল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপি'র লংগুরপার গ্রামের ফল ব্যবসায়ী লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার বিকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পিকআপের সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হলে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওমএজি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করে জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বাইক পিকআপ সংঘর্ষে যুবক নিহত https://corporatesangbad.com/410/ |