চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাঁচাও রেলবাজার বাঁচাও “উন্নয়নে বাধা নয়, পূনর্বাসন চাই” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে চুয়াডাঙ্গার শতাব্দীর ঐতিহ্যবাহী রেলবাজারের ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পূনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। চুয়াডাঙ্গা রেলবাজার ব্যাবসায়ী সমিতির আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়কের ধারে মানববন্ধন করে সকল ব্যাসায়ীরা।
এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক-উল ইসলাম জোয়ার্দ্দার, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মাহবুব আলম জোয়ার্দ্দার রিংকু, রেলবাজার দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অপু বিশ্বাস, দফতর সম্পাদক ফারুক মল্লিক, প্রমুখ।
রেলবাজার দোকান মালিক সমিতির নেতা আরিফ শরীফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, রেলবাজার দোকান মালিক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মুকুল, অর্থ বিষয়ক সম্পাদক লিমন।
মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা রেলবাজারের ব্যাসায়ীরা দীর্ঘ বছর ধরে এখানে ব্যাবসা করে আসছে। এই দোকান মালিক সমিতির সাথে একাত্বতা ঘোষনা করে চুয়াডাঙ্গার সকল ব্যাবসায়ীরা তাদের এই কর্মসূচিতে অংশগ্রহন করেছেন। তাদের একটাই চাওয়া এখান থেকে সরিয়ে দেয়ার আগে সকল ব্যাবসায়ীদের পূনর্বাসন ও তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে এদেশের যে উন্নয়ন করেছে তা বিগত কোন সরকার করতে পারেনি। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় একটি ওভারপাস সড়ক নির্মিত হতে যাচ্ছে। এই ওভারপাস সড়ক হলে চুয়াডাঙ্গার মানুষ উপকৃত হবে। ওভারপাস সড়ক নির্মাণ করতে হলে রেলবাজারের সড়কের ধারে ও ব্যাক্তি মালিকানায় নির্মিত অনেক দোকান ভাঙা পড়বে। সেখান থেকে তাদেরকে সরে যেতে হবে। তাই, ব্যাসায়ীদের পূনর্বাসন ও তাদের ন্যায্য ক্ষতিপূরণ না দিলে ব্যাবসায়ীরা তাদের পরিবার পরিজন নিয়ে পথে দাড়ানো ছাড়া কোন উপায় থাকবে না।
বক্তারা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নিকট প্রতিকার চেয়েছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, রেলবাজারের ব্যাবসায়ী শুভ বিশ্বাস, আশরাফ, অর্পন, রিন শরীফ, মালেকসহ সকল ব্যাবসায়ী রের্তৃবৃন্দ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়কের উপর দিয়ে রেল লাইন। প্রতিদিন বহুবার ট্রেন যাতায়াতের কারনে রেলগেইট বন্ধ করে দিলে ছোট-বড়, মাঝারি-ভারিসহ হাজারো যানবাহন এখানে আটকা পড়ে থাকে। দীর্ঘ যানজটের কারনে শহর স্থবির হয়ে পড়ে। যানজট নিরসনে এখানে একটি ওভারপাস সড়ত নির্মাণের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত নেয়া হয়। বরাদ্দ আসে এবং খুব দ্রুতই ওভারপাস সড়কের কাজ শুরু হবে। ওভারপাস সড়ক নির্মিত হলে একানকার শতশত ব্যাবসায়ীদের ক্ষতি হবে। তাই, ব্যাবসায়ীরা তাদের পূনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানায়।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পূনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন https://corporatesangbad.com/40995/ |