মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মুফতি জামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়া বালুখালী ১১নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত যুবক উখিয়া বালুখালী ১১নং ক্যাম্পের নজির আহমদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলি।
তিনি জানান,১০-২০জন অজ্ঞতা দুর্বৃত্ত মুফতি জামালকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পাশে থাকা মানুষ চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশ উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুফতি জামাল আগে আরসার সদস্য ছিলেন। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটা জানতে পারেনি মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত https://corporatesangbad.com/40989/ |