নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকে রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।নিলামে ৪টি ব্যাংক ৩ হাজার ৪০২ কোটি ৭৯ লাখ টাকার দরপত্র দাখিল করে।
বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপোর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৭ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ৪টি ব্যাংক দরপত্র দাখিল করেছে। ব্যাংকগুলো ৩ হাজার ৪০২ কোটি ৭৯ লাখ টাকার দরপত্র দাখিল করে।
এতে আরও বলা হয়, সকল দরপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। আর ৭ দিন মেয়াদি রেপোর সুদের হার ছিল বার্ষিক শতকরা ৬.৬০ শতাংশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রেপো নিলামে ৩৪০৩ কোটি টাকার দরপত্র গ্রহণ https://corporatesangbad.com/40923/ |