নিজস্ব প্রতিবেদক : মশা অনেক বেশি হিংস্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, পৃথিবীতে অনেক হিংস্র প্রাণী আছে। কিন্তু বর্তমানে মশা পুরো বিশ্বে আরও বেশি হিংস্র হয়ে গেছে। মশার কামড়ে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। সবাই মিলে চেষ্টা করলে আমার সুরক্ষিত থাকতে পারব।
বুধবার (৯ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর জাফনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এডিস মশার কামড় থেকে বাচঁতে সবার সম্মিলিত সহযোগিতা চাই। বিশেষত অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা চাই। আমার কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি, প্রতি শনি ও বুধবার নিজ নিজ এলাকার ইমাম, খতিব, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতা বাড়াতে সভা করতে। মশা নিধনে সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র আতিকুল বলেন, মশার কামড় থেকে বাঁচতে তোমরা ফুল হাতা জামা পরবা, মশারির ভেতরে ঘুমাবা। বাবা, মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশীদেরও জানাবা কোথাও যেন পানি জমে না থাকে। বাসাবাড়ি, বাড়ান্দা, ভবনের ছাদ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন স্কুল-কলেজ ও মাদরাসাকে অগ্রাধিকার দিয়ে মশার লার্ভা ধ্বংসকারী কীটনাশক প্রয়োগ করা হবে বলে জানান মেয়র আতিক।
এদিন ডিএনসিসি মেয়র মিরপুর জাফনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন। পরে তিনি মিরপুর সিদ্ধান্ত স্কুলের শিক্ষার্থীদের মাঝেও বইটি বিতরণ করেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মশা অনেক বেশি হিংস্র হয়ে গেছে: মেয়র আতিক https://corporatesangbad.com/40894/ |