নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনের শীর্ষে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড । এদিন লেনদেনে অংশ নেয়া ৩২৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দর বেড়েছে, ১৩২টির দর কমেছে, ১৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার দেশবন্ধু পলিমার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩১ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৮.৬২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৭.৩৮ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ৭.০২ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৬.০৭ শতাংশ, রূপালী ব্যাংকের ৫.৬৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.৫২ শতাংশ,প্রিমিয়ার ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৫.৪৯ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৫.৩৯ শতাংশ এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫.২৯ শতাংশ শেয়ারদর কমেছে।
এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দরপতনের শীর্ষে দেশবন্ধু পলিমার https://corporatesangbad.com/40858/ |