ইউক্রেনের দুটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

Posted on August 9, 2023

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী মস্কো অভিমুখী ইউক্রেনের দুটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী । নগরীর মেয়র আজ বুধবার (৯ আগস্ট) এ কথা জানান। মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর এটি সর্বশেষ প্রচেষ্টা।

হামলাকারীর কথা উল্লেখ না করে মস্কোর মেয়র সার্গেই সুবিয়ানিন টেলিগ্রামে বলেন, ‘দুটি যুদ্ধবিমানের মস্কোর দিকে উড়ে আসার বিষয়টি রেকর্ড করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি ড্রোন ভূপাতিত করা হয়।’

মেয়র সার্গেই সুবিয়ানিন বলেন, ‘একটি ড্রোন শহরের দক্ষিণ উপকণ্ঠে ডোমোদেডোভো এলাকায় ভূপাতিত করা হয়েছে। অন্যটি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়।’

রুশ কর্মকর্তাদের তথ্যমতে, এক সপ্তাহের মধ্যে মস্কোয় এটি অন্তত তৃতীয় ড্রোন হামলা। রোববার ও সোমবারও ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, ‘যুদ্ধ এখন রাশিয়ার দিকে আসছে।’

এএইচ