অর্থ-বাণিজ্য ডেস্ক : মহামারী করোনার পর থেকেই চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বরং নানা প্রতিবন্ধকতায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমেই শ্লথ হচ্ছে। নতুন করে আবারো দেশটির অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীনের জুলাইয়ে নেতিবাচক আমদানি রফতানি বাণিজ্য তথ্য ধীর অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। যে কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের মতো কমেছে।
ব্রেন্ট (অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.১ শতাংশ কমে ৮৪ ডলার ৪১ সেন্ট হয়েছে। অন্যদিকে ডব্লিউটিআই (যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) অপরিশোধিত জ্বালানি তেলের দামও ১.১ শতাংশ কমে ৮১ ডলার ৬ সেন্টে দাঁড়িয়েছে।
জুনের তুলনায় জুলাইয়ে চীনের তেল আমদানি ১৮ শতাংশ কমেছে, তবে তা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি ছিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশ https://corporatesangbad.com/40806/ |