সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে তাড়াশে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামিল হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে তাকে উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জামিল হোসেন ওই এলাকার মো জলিল আলীর ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
এলাকাবাসী জানান, সোমবার দুপুর ১২টার দিকে জামিল হোসেন বাড়িতে ফাকা পাওয়ায় ওই মেয়েটিকে বাড়ির জোরপূর্বক ঘরে ভিতরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে শব্দ শুনে প্রতিবেশী একজন টের পেয়ে কাছে এলে সে দৌড়ে পালায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো শহিদুল ইসলাম জানান,গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ https://corporatesangbad.com/40796/ |