নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংক লিমিটেড এবং আমি প্রবাসী লিমিটেড (এপিএল), একটি বাংলাদেশ সরকার অনুমোদিত মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টাল ভিত্তিক প্রতিষ্ঠান এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশী অভিবাসী শ্রমিকগণ ঘরে বসেই অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণের পাশাপাশি বিদেশে কর্মসংস্থান সহায়তাও পাবেন।
এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে অভিবাসী শ্রমিকরা এবি ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিদেশ থেকে সহজেই রেমিটেন্স পাঠাতে পারবেন।
অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং আমি প্রবাসী লিমিটেডের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা নামির আহমেদ নূরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদউল আলম (চলতি দায়িত্ব), উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনানশিয়াল অফিসার কে. এম. মহিউদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এবি ব্যাংক ও আমি প্রবাসী লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর https://corporatesangbad.com/40758/ |