মেট্রো স্পিনিং নতুন যন্ত্রপাতি আমদানি করবে

Posted on August 8, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং নতুন যন্ত্রপাতি আমদানি করে পুরাতন যন্ত্রপাতির জায়গায় স্থানন্তর করবে। এ জন্য কোম্পানিটি একটি এলসি খুলেছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আধুনিক টেকনোলজির ২৪ হাজার স্পিনডেলসের স্বয়ংক্রিয় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে। ২৪ হাজার স্পিন্ডেলের ধারণক্ষমতার পুরোনো মেশিনের জায়গায় নতুন মেশিন স্থাপন করা হবে।

কোম্পানিটি জানায়, নতুন মেশিন স্থাপনের পর স্পিন্ডেল ক্যাপাসিটি বাড়বে ৩৫ হাজার ৫২০ স্পিন্ডেল। এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা বিদ্যামান উৎপাদন থেকে ১১০ শতাংশ বাড়বে।

প্রকল্পটি সব ধরনের সুতা তৈরীর জন্য ডিজাইন করা হয়েছে। এর মধ্যে তুলার সুতা ছাড়াও মান-সংযোযিত ম্যান-মেইড ফাইবার (এএএমএফ) সুতা রয়েছে।