আমি চাই না আর কোনও মায়ের সঙ্গে এরকম হোক: বিপাশা বসু

Posted on August 8, 2023

বিনোদন ডেস্ক : গত ২০২২ সালের নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দেন বিপাসা বসু। মেয়ের নাম রাখেন দেবী বসু সিং গ্রোভার। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে একটি টক শোয়ে এসে বিপাশা জানান যে জন্মের পরে পরেই অভিনেত্রী জানতে পারেন যে তাঁর মেয়ের হার্টে দুটো ফুটো রয়েছে। তাঁর ও করণ সিং গ্রোভারের সেই দুঃসহ দিনের অভিজ্ঞতা বলতে বলতে চোখে জল চলে আসে বিপাশার।

বিপাশা বলেন, ‘আমাদের সন্তানের জন্মের তিন দিনের মাথায় আমরা জানতে পারি যে আমাদের বাচ্চার বুকে দু'টি ছিদ্র রয়েছে। আমি ভেবেছিলাম আমি এটা শেয়ার করব না। কিন্তু আমি এটা শেয়ার করছি কারণ আমার মনে হয় অনেক মা আছেন, যারা আমাকে এই যাত্রায় সাহায্য করেছেন। এবং সেই মায়েদের খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। যখন আপনি সন্তান জন্ম দেন, তখন আপনি চান না যে আপনার সন্তানের সঙ্গে কিছু খারাপ হোক।’

কীভাবে তাঁরা ভিএসডি (ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট)-এর কথা জানতে পারেন, তা শেয়ার করেছেন বিপাশা। অভিনেত্রী বলেন, 'ভিএসডি আসলে কী তা আমরা বুঝতেও পারিনি। এটি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আমরা শুনেছি, বাচ্চা বড় হলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আমরা একটা অসম্ভব খারাপ সময় পার করেছি। আমরা পরিবারের সঙ্গে এই নিয়ে আলোচনা করিনি, হাসপাতাল থেকে বের হওয়ার সময় আমরা দু'জনেই ধন্দে ছিলাম। আমরা উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু এই খবর পাওয়ার পর আমি আর করণ একটু অসাড় হয়ে গিয়েছিলাম।’

কীভাবে তিনি এবং তাঁর স্বামী তাঁদের মেয়েকে অপারেশন করাতে তৈরি করেছিলেন, সেই কথা জানালেন অভিনেত্রী। বিপাশা বলেন, 'গত তিন মাস আমরা ভালো আছি, কিন্তু প্রথম পাঁচ মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু দেবী প্রথম দিন থেকেই অসাধারণ। সে একজন যোদ্ধা। আমাদের বলা হয়েছিল, প্রতি মাসে স্ক্যান করে জানতে হবে, এটা নিজে থেকেই নিরাময় হচ্ছে কি না। কিন্তু তার যে ধরনের বড় গর্ত ছিল, তাতে আমাদের বলা হয়েছিল, এটা সন্দেহজনক, তাই অস্ত্রোপচার করতে হবে। আর অস্ত্রোপচার সবচেয়ে ভাল হয়, যখন বাচ্চার বয়স তিন মাস হয়।'

এই সময় তিনি ও করণ যে আবেগের মধ্যে দিয়ে গেছেন, সে সম্পর্কেও কথা বলেছেন বিপাশা। নায়িকার মতে, 'আপনার এত দুঃখ, এত বোঝা, এত দ্বন্দ্ব, কারণ এত ছোট বাচ্চাকে আপনি ওপেন হার্ট সার্জারি-তে বসিয়ে দেবেন কী করে? আমার মনে আছে, তৃতীয় মাসে আমরা স্ক্যান করতে গিয়েছিলাম। আমি খোঁজখবর করেছি, হাসপাতালগুলোতে সার্জনদের সঙ্গে দেখা করেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। করণ প্রস্তুত ছিল না, আমি করণকে ছেড়ে দিতেও প্রস্তুত ছিলাম।’

তবে বিপাশা নেহাকে জানান যে দেবী এখন ভাল আছেন এবং সমস্ত মায়েদের সঙ্গে একটি বার্তা শেয়ার করতে চান যে ‘তোমার বাচ্চার জন্ম দেওয়াটা সবচেয়ে কঠিন এবং এই দশজন ডাক্তার তোমাকে বোঝাবে কী হতে পারে। দেবীর অপারেশন খুব সফল হয়েছিল কিন্তু ওই ছয় ঘন্টা ওটি-তে থাকার সময় আমার মনে হয়েছিল যেন সারা পৃথিবী বন্ধ হয়ে গেছে।' সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

‘প্রিয়তমা’ দেখলেন মার্কিন নায়িকা

জিতের সিনেমায় রোবট ক্যামেরা, আকাশে উড়বে বাইক