দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং

Posted on August 7, 2023

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দরপতনের শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। আজ শেয়ারটির দর  ৩ টাকা ৭০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৬০৭ বারে ২৫ লাখ ৪৭ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন করেছে।

রিপাবলিক ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৭.৮৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪ টাকা ২০ পয়সা বা ৬.৮০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

এএইচ