আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রোববার (৬ আগস্ট) জেনিন শরণার্থী শিবিরের কাছে তাদের গুলি করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার ইসরাইলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িতে থাকা তিন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলি সেনারা গাড়িটি লক্ষ্য করে ১০০টিরও বেশি গুলি ছোড়ে বলে স্থানীয় একটি গণমাধ্যম দাবি করে।
তিন ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ওই ফিলিস্তিনিরা সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছে বলে তাদের কাছে খবর ছিল। তাই, তাদেরকে নিষ্ক্রিয় করতে গুলি চালানো হয়। দলটি হামাস দ্বারা নিয়ন্ত্রিত বলেও দাবি করে তারা। এ ঘটনায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন।
এ বিষয়ে হামাসের গাজা শাখার মুখপাত্র জানান, তারা এ মৃত্যু বৃথা যেতে দেবে না। এর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই শতাধিকের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা
এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইসরাইল সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত https://corporatesangbad.com/40485/ |