শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আটক ১

Posted on August 7, 2023

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আরিফ খান (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছে থাকা স্কচটেপ পেঁচানো ৮টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার আরিফ খান বাগেরহাট সদর থানার গোবরদিয়া গ্রামের বাসিন্দা।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে শিবচর থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল ও সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশের এক টিম পাঁচ্চর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় আরিফ খান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগী পালিয়ে যায়।  

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। বাদামি রঙের স্কচটেপ দিয়ে পেঁচানো ৮টি প্যাকেটে এ গাঁজা ছিল। যার বাজার মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।

এএইচ