স্পোর্টস ডেস্ক : বিশ্ব সফরের অংশ হিসেবে তিন দিনের জন্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। রোববার (৬ আগস্ট) দিনগত রাত ১২টা ২০ মিনিটে কালো একটি বাক্সে করে কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে বেরিয়ে আসে ট্রফি বহনকারী আইসিসির প্রতিনিধিদল। বিসিবির একটি প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি নিয়ে আগত অতিথিদের স্বাগত জানায়।
৭ থেকে ৯ আগস্ট এটি থাকবে বাংলাদেশে। এরপর ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপের শিরোপাটি।
সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়াতে আনুষ্ঠানিক ফটোশুট হবে বিশ্বকাপের ট্রফির। বিকেলে ৩টায় হবে এই ফটোসেশন পর্ব। যদিও ২০১৯ বিশ্বকাপের সময় ট্রফি নেওয়া হয়েছিল জাতীয় সংসদ ভবনে।
৮ আগস্ট হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকবে ট্রফিটি। মিরপুরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় দল, নারী দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং মিডিয়া সদস্যদের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে।
পরের দিন, ৯ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমল ট্রফিটি রাখা হবে।
বিশ্বকাপ শুরুর ১শ দিনের ক্ষণ গণনার অংশ হিসেবে গত ২৭ জুন ভারত থেকে আইসিসি বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমন শুরু হয়।
এরপর ১শ দিনে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক এবং ইউরোপসহ পাঁচটি অঞ্চলে ১৮টি আইসিসি সদস্য দেশে ভ্রমন করছে ট্রফিটি।
বিশ্ব ভ্রমন শেষে বিশ্বকাপ শুরুর আগে শেষ ৩০ দিন আয়োজক দেশ ভারতে থাকবে ট্রফিটি।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই; যা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া ভারতের ১০ শহরের ৪৬ দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ।
গত ২৭ জুন বিশ্বকাপের চিরায়ত ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর সেই ট্রফিটি বিশ্ব ভ্রমণ শুরু করে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা। আইসিসি জানায়, এবার সবচেয়ে বেশি ১৮টি দেশে ভ্রমণ করছে বিশ্বকাপ ট্রফি।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিশ্বকাপের ট্রফি ঢাকায় https://corporatesangbad.com/40475/ |