কমলগঞ্জে ভোক্তা অধিদপ্তরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Posted on August 6, 2023

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যলয়ের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়।

রোববার (৬ আগস্ট) কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় সকালে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দোকান ও ফার্মেসীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকারের অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে অভিমান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রের বরাত দিয়ে জানা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অভ্যাহত থাকবে।